ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রুগ্ন চেহারার সঞ্জয়কে দেখে মন ভাঙছে ভক্তদের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
রুগ্ন চেহারার সঞ্জয়কে দেখে মন ভাঙছে ভক্তদের সঞ্জয় দত্তের শারীরিক পরিবর্তন কষ্ট দিচ্ছে ভক্তদের

তৃতীয় স্টেজের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের চিকিৎসা চলছে দুবাইয়ের একটি হাসপাতালে। সেখান থেকে এক ভক্তের সঙ্গে অভিনেতার একটি ছবি সম্প্রতি ভাইরাল হয় নেটদুনিয়ায়, যা মন ভেঙেছে ‘মুন্নাভাই’য়ের অগণিত ভক্তের।

 

মুম্বাইয়ের একটি হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছিল সঞ্জয় দত্তের। তাকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা থাকলেও ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তা ভেস্তে যায়।

এখন পরিবারের সঙ্গে দুবাইতে রয়েছেন সঞ্জয়। লকডাউনে তার দুই যমজ সন্তান শাহরান ও ইকরাকে নিয়ে দুবাইতে আটকে পড়েছিলেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা। সঞ্জুর দ্বিতীয় পক্ষের স্ত্রী মান্যতা তার থেকে ১৯ বছরের ছোট। গত ১১ আগস্ট কাজ থেকে ছুটি নেওয়ার কথা সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন সঞ্জয়। তার কয়েকদিনের মধ্যেই জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত।  

এরপর তড়িঘড়ি বাচ্চাদের রেখেই দেশে ফিরে এসেছিলেন মান্যতা। লীলাবতী হাসপাতালে প্রথম কেমোথেরাপিও নেন সঞ্জয়। তারপর ফের ব্যক্তিগত বিমানে বাচ্চাদের কাছে উড়ে গিয়েছেন সঞ্জয়-মান্যতা। এখন দুবাইতেই ক্যান্সারের চিকিৎসা চলছে বলে জানা যায়।  

সম্প্রতি দুবাইয়ের হাসপাতাল থেকে এক ভক্তের সঙ্গে সঞ্জু বাবা’র একটি ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেই ছবি দেখেই মন ভেঙেছে তার অগণিত ফ্যানদের। ছবিতে দেখা যায় রুগ্ন, গাল তুবড়ে যাওয়া, শরীর ভেঙে যাওয়া সঞ্জয় দত্তকে আর চেনার উপায় নেই। সেই চেহারা মেনে নিতে পারছেন না তার ভক্তরা। সকলেই দ্রুত আরোগ্য কামনা করছেন মুন্নাভাইয়ের।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।