ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিশাল আনন্দ আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিশাল আনন্দ আর নেই অভিনেতা  বিশাল আনন্দ

দীর্ঘদিন ধরে রোগভোগের পর বিদায় নিলেন গত শতকের সত্তর দশকের বর্ষীয়ান বলিউড অভিনেতা  বিশাল আনন্দ। রোববার (০৪ অক্টোবর) পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

 

তার ভাগ্নে ভিজে পুরব কোহলি বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।  

সত্তর দশকে বিশাল 'চালতে চালতে', 'ট্যাক্সি ড্রাইভার', 'সা রে গা মা' ও 'দিলসে মিলে দিল'র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। তবে ক্যারিয়ারে মাত্র ১১টি সিনেমা করেছেন তিনি। সহশিল্পী হিসেবে তিনি অশোক কুমার, সিমি গারেওয়াল ও মেহমুদের মতো তারকাকে পেয়েছেন। তবে বহু বছর আগে বিশাল অভিনয়কে বিদায় জানিয়েছেন।  

অভিনয় ছাড়াও পরিচালনা ও প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সুন্দার ধর পরিচালিত 'চালতে চালতে' সিনেমার প্রযোজক তিনি নিজেই ছিলেন। আর এই সিনেমার মধ্য দিয়ে সংগীতপরিচালক হিসেবে বাপ্পী লাহিড়ীকে বর ধরনের ব্রেক দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।