ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাগদান সেরেছেন কাজল, মুম্বাইতে হবে বিয়ের অনুষ্ঠান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
বাগদান সেরেছেন কাজল, মুম্বাইতে হবে বিয়ের অনুষ্ঠান কাজল ও গৌতম

তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল বিয়ের গুঞ্জন কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার বিষয়টির সত্যতা জানা গেছে।

খুব শিগগিরই মুম্বাইতে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে সেরেছেন বাগদানও।

ভারতীয় সংবাদমাধ্যমে ওয়েডিংসুত্রা জানায়, ব্যবসায়ী গৌতম কিছলুর সঙ্গে ঘর বাঁধতে চলেছেন কাজল। এরই মধ্যে তাদের বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এবার বড় আয়োজনে তারা বিয়ের কাজটিও সেরে ফেলতে চলেছেন।

কাজলের হবু বর গৌতম একজন সফল উদ্যোক্তা। তার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে।  

করোনার ভাইরাসের প্রকোপের মধ্যে কাজলই নাকি প্রথম বিয়ের বড় অনুষ্ঠান করতে যাচ্ছেন। তিনি দুই দিনের বিয়ের আয়োজন করবেন একটি মুম্বাইয়ের ফাইভ স্টার হোটেলে। যেখানে বন্ধুসহ ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ জানাবেন এই তারকা। তবে বিয়ের বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কাজল আগরওয়াল।  

এদিকে করোনার কারণে মুক্তি আটকে কাজল অভিনীত ‘ইন্ডিয়ান ২’সিনেমার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কমল হাসান। পরিচালনায় রয়েছেন শংকর।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।