ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ‘ঘৃণা’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ‘ঘৃণা’ ‘ঘৃণা’ গানের দৃশ্যে শিল্পী ও মডেলদ্বয়

বহু আগে যে কথা কবিগুরু বলেছেন/সে কথায় সকলেই ধর্ষক হয়েছেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে/তব ঘৃণা যেনো তারে তৃণসম দহে।

ঘৃণা-ঘৃণা-ঘৃণা সব ধর্ষকের জন্য/সমঘৃণা বাকী সব দর্শকের জন্য- এমন ব্যতিক্রমী কথায় ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দীন ইসলাম শারুখ।  

তার কণ্ঠের ‘ঘৃণা’ শিরোনামে র‌্যাপ গানটির কথা লিখেছেন রণক ইকরাম। গানটির সুর সংগীত ও কণ্ঠ দীন ইসলাম শারুখের। প্রতীকী ভিডিওটিতে অভিনয় করেছেন আনিকা অনি, ম্যাগডেলিনা রোজারিও, অনিমা মীম ও হোসাইন ইকবাল।  

লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত ভিডিওটি পরিচালনা করেছেন শারুখ ও বিষু। গান প্রসঙ্গে শারুখ জানান, ‘দেশে চলমান ধর্ষণকাণ্ড’র প্রতিবাদস্বরূপ এই গানটি তৈরি করেছি। ধর্ষণে লিপ্ত নরপশুরা যেমন পাপী, তেমনি সে অপরাধ সহ্য করে আমরাও অপরাধী হচ্ছি। তাই প্রতিবাদ করা উচিত। সবাই যদি যার যার জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলি, তাহলে ধর্ষণব্যাধি থেকে সমাজকে মুক্ত করা যাবে। ’ 

ভবিষ্যতে সমাজের নানা অসঙ্গতি নিয়ে আরও কয়েকটি গান আসবে বলে জানানা শারুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।