ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অজয়ের ভাই পরিচালক অনিল দেবগণ মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
অজয়ের ভাই পরিচালক অনিল দেবগণ মারা গেছেন অজয় দেবগণ ও অনিল দেবগণ

বলিউড অভিনেতা অজয় দেবগণের ভাই ও পরিচালক অনিল দেবগণ (৫১) মারা গেছেন। সোমবার (০৫ অক্টোবর) রাতে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সামাজিক মাধ্যমে ভাইয়ের ছবি দিয়ে তার মৃত্যুর খবরটি অজয় দেবগণ নিজেই জানিয়েছেন।

অজয় লেখেন, গতকাল রাতে আমি আমার ভাই অনিল কাপুরকে হারিয়েছি। তার অকাল মৃত্যুতে আমাদের পরিবারের সবাই ভেঙে পড়েছে। আমি তার অনুপস্থিতি গভীরভাবে মিস করবো। তার আত্মার শান্তি কামনা করছি। মহামারির কারণে আমাদের ব্যক্তিগত প্রার্থনা সভা করা সম্ভব হচ্ছে না।

অনিল দেবগণ 'রাজু চাচা', 'ব্ল্যাকমেইল' ও 'হাল-ই-দিল' সিনেমার পরিচালক হিসেবে পরিচিত। এছাড়া অজয় দেবগণ অভিনীত 'সন অব সর্দার' সিনেমার ক্রিয়েটিভ পরিচালক ছিলেন তিনি।  

ক্যারিয়ারের শুরুতে 'ফুল ওর কাঁটা', 'জান', 'ইতিহাস' এবং 'প্যায়ার থো হোনা হি থা'র মতো সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন অনিল।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।