ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি, উদ্ধার করলো পুলিশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি, উদ্ধার করলো পুলিশ সুশান্ত সিং রাজপুত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তার মৃত্যু রহস্যের সমাধান হয়নি। এমনই হতাশায় আত্মহত্যার ঘোষণা দিয়ে কলকাতা পুলিশকে রীতিমতো দুশ্চিন্তায় ফেলেন পশ্চিমবঙ্গের এক সুশান্ত-ভক্ত।

 

সুশান্ত সিং রাজপুত যে আত্মহত্যা করেছেন তার প্রমাণ কী? বারবার কেন ফরেন্সিক চিকিৎসকরা বক্তব্য পাল্টাচ্ছেন? এই কারণেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন সেই নারী ভক্ত। এমনকি আত্মহত্যা করার হুমকি দিয়ে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেন তিনি। ওই নারীর পোস্ট দেখেই পুলিশকে খবর দেন নেটিজেনরা। তারপর তৎপর হয় পশ্চিমবঙ্গের পুলিশ।

সামাজিকমাধ্যমে পোস্ট করা ভিডিওটিতে বিস্তর কান্নাকাটি করেন ওই সুশান্ত-ভক্ত নারী। বারবার হুমকি দিয়ে বলেন, তিনি আত্মহত্যা করতে চলেছেন। আবার কখনও এমনও বলেন যে, তিনি একটি চ্যানেলে লাইভ টক শো দেখবেন। তারপরই আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন তিনি।  

ওই নারীর কীর্তিকলাপ দেখে একাধিক ব্যক্তি সামাজিকমাধ্যমে কলকাতা পুলিশকে বিষয়টি জানান। এর পরই পুলিশ তৎপর হয়ে ছুটে যায় ওই নারীর ভবানীপুরের বাড়িতে। তার বাড়িতে হানা দিলে বাড়ির লোকেরা জানান এখন তিনি অন্য একটি জায়গায় আছেন। দক্ষিণ কলকাতার সেই জায়গাটির ঠিকানা বের করে সেখানেও পুলিশ যায়। প্রায় দরজা ভেঙে নারীকে বের করে নিয়ে আসা হয়। বাড়ির লোককে বলা হয়েছে, আবেগপ্রবণ ওই নারীর যেন চিকিৎসা করানো হয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ২৯ দিন পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।