ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এ বছর হচ্ছে না 'ফোক ফেস্ট'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এ বছর হচ্ছে না 'ফোক ফেস্ট' ফাইল ছবি

আগে থেকেই সবকিছু ঠিকঠাক ছিল। প্রয়োজন অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছিল।

কিন্তু চলমান মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর চলতি বছরের আসর।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডু।

তিনি বলেন, আমাদের প্রয়োজনীয় সকল অনুমতি নেওয়া হয়েছিল। উৎসব বাতিল করার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু করোনার কারণে ঝুঁকি রয়েছে। তাই শেষ পর্যন্ত এ বছর উৎসব আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে 'ফোক ফেস্ট' আয়োজনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এই উৎসব আয়োজন করে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন। প্রতি বছর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই আসর বসে। বিশ্বের নানা দেশ থেকে এই জাঁকালো আয়োজনে যোগ দিতে দেখা যায় জনপ্রিয় সব নামীদামী লোকশিল্পীদের। প্রায় লক্ষাধিক দর্শক উৎসবে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।