ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এক সপ্তাহের বিশ্রামে মিলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এক সপ্তাহের বিশ্রামে মিলন অভিনেতা আনিসুর রহমান মিলন

শ্বাসকষ্ট নিয়ে গত ৮ অক্টোবর হাসপাতালে ভর্তি হন অভিনেতা আনিসুর রহমান মিলন। প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে শনিবার (১০ অক্টোবর) চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

বাসায় ফিরলেও মিলন এখন পুরোপুরি সুস্থ নন। তাকে আরও এক সপ্তাহের মতো বিশ্রামে থাকবে হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন তার ভাই সুমন।

তিনি বলেন, ভাইয়াকে বাসায় নিয়ে আসা হয়েছে। আমরা প্রথমে স্ট্রোক ভাবলেও আসলে তা হয়নি। তবে ওনার পেশি ফুলে গেছে। যেটার চিকিৎসা নিতে হচ্ছে। এই সমস্যাটা স্ট্রেস থেকেও হয়, আবার কোভিড-১৯ এর কারণেও। তবে ভাইয়ার একবার করোনা টেস্ট করানো হয়েছে, সেটা নেগেটিভ। আবারো দুইদিন পর টেস্ট করানো হবে। তখন নিশ্চিত হওয়া যাবে, তার মূল সমস্যার ব্যাপারে।

সুমন আরও জানান, বর্তমানে মিলন স্বাভাবিক আছেন। কিন্তু তিনি আপাতত বিশ্রাম নিচ্ছেন, তাই কারো সঙ্গে যোগাযোগ করছেন না, মোবাইলফোনও বন্ধ রেখেছেন।

এদিকে মিলন সোমবার (১২ অক্টোবর) তার ফেসবুকে লেখেন, আমি আমার বাসায় আছি। ঔষধ নিচ্ছি এবং একেবারে বিশ্রামে আছি। আমার জন্য দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ।

মঞ্চের মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেন আনিসুর রহমান মিলন। পরে টেলিভিশন ও সিনেমায় থিতু হন তিনি। সালাউদ্দিন লাভলু’র ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন এই তারকা।  

২০০৫ সালে কোহিনুর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই শক্তিমান অভিনেতার। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সমানতালে কাজ করছেন ছোট ও বড় পর্দায়। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও প্রশংসিত মিলন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।