ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শুটিংয়ে ফিরলেন করোনাজয়ী অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
শুটিংয়ে ফিরলেন করোনাজয়ী অর্জুন কাপুর শুটিং সেটে অর্জুন কাপুর

করোনাকে জয় করে কাজে ফিরেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। সোমবার (১১ অক্টোবর) থেকে সিনেমার শুটিং শুরু করেছেন তিনি।

৩৫ বছর বয়সী এই অভিনেতা গত ৬ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হন। এরপর থেকে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নেন তিনি। গত সপ্তাহে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন বলে জানান।

এদিকে অর্জুন কাপুর সোমবার ইনস্টাগ্রামে শুটিং সেট থেকে ছবি পোস্ট করে কাজে ফেরার বিষয়টি জানান। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন রাকুল প্রীত সিং। আরও অভিনয় করছেন জন আব্রাহাম ও আদিত্য রাও হায়দারি।

অর্জুন লেখেন, আবারও সেটে ফিরতে পেরে খুব ভালো লাগছে। সেট সবসময় আমার কাছে নিজের ঘরের মতো। চলতি বছর করোনা আমাদের ক্ষতি করেছে, আমিও ভাইরাসটির সঙ্গে লড়েছি।  সেটে কাজ করাকে অনেক মিস করেছি।

কাশিভ নাইয়ার পরিচালিত সিনেমাটির শুটিং করোনার প্রকোপ দেখা দেওয়ার আগেই শুরু করেছিলেন অর্জুন। কিন্তু এরপর লকডাউনের জন্য বন্ধ হয়ে যায়।  

সিনেমাটি প্রযোজনা করছে টি-সিরিজ ও নিখিল আদবাণীর এমি এন্টারটেইনমেন্ট। এছাড়া সহ-প্রযোজনায় রয়েছে আব্রাহামের জেএ এন্টারটেইনমেন্ট।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।