ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে আসছে বাবুর গানচিত্র ‘পক্ষী’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
প্রকাশ্যে আসছে বাবুর গানচিত্র ‘পক্ষী’ ফজলুর রহমান বাবু

গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনেতা হিসেবে বাবু যেমন সফল, তেমনি তার আরেকটি পরিচয়ও উল্লেখযোগ্য।

তা হলো গায়ক বাবু। তার কণ্ঠে বেশ কিছু গান দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

অভিনয় আর গান দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন ফজলুর রহমান বাবু। সেই ধারাবাহিকতায় তিনি গেয়েছেন নতুন একটি গান। যার শিরোনাম ‘পক্ষী’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গানটি প্রকাশ হতে যাচ্ছে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে।

‘পক্ষী’ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন উমর উম্মিয়া। তিনি জানান, এ গানের সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

নতুন এই গান নিয়ে উমর উম্মিয়া বলেন, ফজলুর রহমান বাবু অনেক বড় মাপের একজন অভিনেতা ও কণ্ঠশিল্পী। তিনি আমার কথা-সুরে গেয়েছেন, এটা আমার জন্য দারুণ ভালো লাগার ব্যাপার। আমি চেষ্টা করেছি, সুন্দর কথা-সুরের মেলবন্ধন ঘটাতে। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে গানটি।

গানের ভিডিও নির্মাণ করেছেন জাহাঙ্গীর গাজী। এতে মডেল হয়েছেন রাজীব খান ও মিথিলা। চিত্রায়ণে ছিলেন পিয়াল আরাফাত। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে আরকে মাওনা টিভি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।