ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কন্টাক্ট লেন্স পরায় চোখে দেখতে পাচ্ছেন না অভিনেত্রী 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
কন্টাক্ট লেন্স পরায় চোখে দেখতে পাচ্ছেন না অভিনেত্রী  মিষ্টি মারিয়া

শুটিংয়ের প্রয়োজনে চোখে কন্টাক্ট লেন্স পরেছিলেন ছোটপর্দার অভিনেত্রী মিষ্টি মারিয়া। আর এতেই বেঁধেছে বিপত্তি! শুটিং শেষে চোখ থেকে লেন্স খোলার পর আর দেখতে পাচ্ছেন না তিনি।

আবারও দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা, এই নিয়ে চিন্তিত এই অভিনেত্রী।

সম্প্রতি একটি নাটকের শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে যান মিষ্টি মারিয়া। গত সোমবার (১২ অক্টোবর) রাতে শুটিং শেষে ঘুমানোর জন্য কন্টাক্ট লেন্স খোলেন তিনি। লেন্স খোলার সঙ্গে সঙ্গে চোখের আলো হারিয়ে ফেলেন। দেখার অনেক চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। এরপর শুটিং ইউনিটের সহযোগিতায় সেই রাতেই ঢাকা ফিরে চিকিৎসকের শরণাপন্ন হন এই অভিনেত্রী।

মিষ্টি মারিয়া বলেন, লেন্স খোলার সময় আমার চোখের কর্ণিয়ার প্রথম লেয়ার ফেটে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসক ধারণা করছেন। যার ফলে আমার দৃষ্টি চলে গেছে। চিকিৎসক আরও জানান, এসব ক্ষেত্রে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে নতুন লেয়ার তৈরি হয়ে যায়। কিন্তু আমার চোখ দুই দিনেও ঠিক হয়নি।  

তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শে সাতদিন চোখ বন্ধ রাখতে হবে। চিকিৎসা ও ওষুধের মাধ্যমে দৃষ্টি আবার ফিরে আসবে বলে চিকিৎসক আশা করছেন। এছাড়া সকলের কাছে মিষ্টি দোয়া চেয়েছেন।

বর্তমানে রাজধানীর ইসলামিয়া চক্ষু হাসপাতাল এবং মিশন চক্ষু হাসপাতালে তার চোখের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।