ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সেলিম রেজার দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
সেলিম রেজার দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জয়

আন্তর্জাতিক অঙ্গনে আবারও মর্যাদা কুড়ালো বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এবার উই ফিল ক্রিয়েশনস শর্টফিল্ম ফেস্টিভ্যাল (ভারত) থেকে অ্যাওয়ার্ড পেয়েছে পরিচালক সেলিম রেজার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা স্ক্যায়ার্স’ ও ‘সংযাত্রী’।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক সেলিম রেজা বাংলানিউজকে জানান, চলচ্চিত্র সমাজ ও মানুষকে পরিবর্তন করতে পারে। আর তারই ধারাবাহিকতায় আমার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দু’টি সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে সোস্যাল মেসেজ বেস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।  

উই ফিল ক্রিয়েশনস শর্টফিল্ম ফেস্টিভ্যালের (ভারত) অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আগামী ডিসেম্বরে ভারতের কলকাতায় অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৯ সালে সেলিম রেজার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উপলব্ধি’ অস্ট্রিয়ান ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন হয়েছিল। ‘উপলব্ধি’ ২০২০ সালে আওরঙ্গবাদ মহারাষ্ট্রে রোশানী ফিল্ম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে সিলেকশন হয়। এ বছর ‘দ্যা স্ক্যায়ার্স’ সাউথ এশিয়ান শর্টফিল্ম ফ্যাস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনের পর চুড়ান্ত পর্যায়ে রয়েছে।

খুব শিগগিরই তিনি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন বলেও জানান অভিনেতা, নির্মাতা ও প্রযোজক সেলিম রেজা।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এমআরএ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।