ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

টিম চ্যাপ্টার টু’র পুজোর গান ‘মা তুমি মা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
টিম চ্যাপ্টার টু’র পুজোর গান ‘মা তুমি মা’

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর দুর্গাপূজার আনন্দ বাড়িয়ে দেয় নতুন নতুন পুজোর গান।

সাদা মেঘ, কাশ ফুল আর শিউলির গন্ধ জানান দিচ্ছে দুর্গাপূজা সমাগত। প্রতিমায় শেষবারের মত পড়ছে রংয়ের আচড়। ঢাকী সেরে নিচ্ছেন তার প্রস্তুতি। পুরোহিত মশাই শেষবারের মতো আউড়িয়ে নিচ্ছেন শ্রীচণ্ডী। বাড়িতে বাড়িতে চলছে নাড়ু, মুড়ি, মুড়কি বানানোর প্রস্তুতি। দর্জি ব্যস্ত সময় কাটাচ্ছেন, পূজার আগেই গ্রাহকদের হাতে নতুন জামা-কাপড় হস্তান্তর করতে হবে। কেনাকাটার ধুম পড়েছে হাটে-বাজারে, শপিংমলে।

যখন পূজার আগের এই দিনগুলোতে এমন হাজার ভীষণ ব্যস্ততা মানুষের। আর সেই সাথে সংগীত পাড়াও থেমে নেই। একের পর এক দুর্গাপূজা উপলক্ষে নতুন গান রিলিজ হচ্ছে। তারই ধারাবাহিকতায় রিলিজ হয়েছে পূজার গান ‘মা তুমি মা’।  

প্রযোজনা প্রতিষ্ঠান ‘টিম চ্যাপ্টার টু’ পঞ্চম বারের মতো নতুন পূজার গান নিয়ে এলো। ‘মা তুমি মা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সাম্যব্রত দৃপ্ত ও প্রতাপ দত্ত। কথা লিখেছেন মিন্টু ভদ্র। কম্পোজ করেছেন সাম্যব্রত দৃপ্ত। মিউজিক মিক্সিং ও মাস্টারিং করেছেন বিজন রায়। গানের সমস্ত কাজ হয়েছে স্টুডিও ওএআর থেকে।  

টিম চ্যাপ্টার টু-এর অন্যতম সদস্য নিউটন মণ্ডল বলেন, করোনা ভাইরাসের প্রাক্কালে সমস্ত আয়োজন সংক্ষিপ্ত হলেও আনন্দ কিন্তু অন্য বছরগুলোর মতোই আছে। তারই প্রকাশ ঘটেছে এবছরের গানটিতে। করোনাকালীন পূজায় দুঃখ জরাকে ভুলে স্বাস্থ্য সচেতনতার সাথে সকলে মাতৃবন্দনায় মেতে উঠবে। করোনার আক্রমণ থেকে সেরে উঠুক পৃথিবী এই হোক মা দুর্গার নিকট প্রার্থনা।

এবারের পুজোর গান ‘মা তুমি মা’:

টিম চ্যাপ্টার টু এর আগেও ২০১৬ সালে ‘মা ভবানী দুর্গা ঠাকুর’, ২০১৭ সালে ‘পুজো পুজো ফিলিংস’, ২০১৮ সালে ‘বাজা রে ঢাক বাজা’, ২০১৯ সালে ‘আর তোমারে ডাকব না মা’ গান উপহার দিয়েছে। আর এবছরের গানে দুঃখ জরাকে অতিক্রম করে সুস্থ সুন্দর পৃথিবীর কামনা করা হয়েছে।

২০১৯ সালের পুজোর গান ‘আর তোমারে ডাকব না মা’:

২০১৮ সালে পুজোর গান ‘বাজা রে ঢাক বাজা’:

২০১৭ সালে পুজোর গান ‘পুজো পুজো ফিলিংস’:

২০১৬ সালে পুজোর গান ‘মা ভবানী দুর্গা ঠাকুর’:

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।