ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অভিনেতা ফরাজ খান লাইফ সাপোর্টে, অর্থ সহায়তার আবেদন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
অভিনেতা ফরাজ খান লাইফ সাপোর্টে, অর্থ সহায়তার আবেদন ফরাজ খান

বলিউড অভিনেতা ফরাজ খান মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গত ৮ অক্টোবর বুকের সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালটিতে ভর্তি হন।

ফরাজ খানের ভাই ফাহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তিনি এই অভিনেতার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন এবং তহবিল সংগ্রহ করছেন।

ফাহমান খান জানান, তার ভাইয়ের বুকের সমস্যা ছাড়াও মস্তিষ্কে সংক্রামণ রয়েছে। চিকিৎসার জন্য ২৫ লাখ রুপি প্রয়োজন, যে অর্থ তাদের পরিবারের পক্ষে দেওয়া সম্ভব না।

তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ভাই গত ৫ দিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে আছেন। চিকিৎসকের মতে তার ৫০ শতাংশ বাঁচার চান্স রয়েছে।  

বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত তিনি ফরাজ খানের জন্য ২ লাখ ২ হাজার রুপি সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন।  

'মেহেদি' (১৯৯৮), 'দুলহান বানো ম্যায় তেরি' (১৯৯৯) ও 'চান্দ বুঝ গায়া'র (২০০৫) মতো হিন্দি সিনেমা করে ফরাজ খান পরিচিতি পেয়েছেন। তবে দীর্ঘদিন ধরে তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।