ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সৌমিত্রের করোনা রিপোর্ট নেগেটিভ, তবে ছড়িয়ে পড়েছে ক্যান্সার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
সৌমিত্রের করোনা রিপোর্ট নেগেটিভ, তবে ছড়িয়ে পড়েছে ক্যান্সার সৌমিত্র চট্টোপাধ্যায়

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সেই সঙ্গে তিনি চিকিৎসাতেও ইতিবাচক সাড়া দিচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বুধবার (১৪ অক্টোবর) ‘ফেলুদা’খ্যাত অভিনেতার কোভিড পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। আগের চেয়ে তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। জ্বর তেমন নেই। তবে শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝেমধ্যে বাইপ্যাপ সাপোর্টও লাগছে। পাশাপাশি কো-মর্বিডিটি এবং বয়সজনিত কারণেও সমস্যা হচ্ছে। তাঁর চিকিৎসায় কিছু বদল আনছে মেডিক্যাল টিম।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউ’তে চিকিৎসাধীন রয়েছেন ‘অপু’। ওই হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার দু’বার প্লাজমা থেরাপি করা হয়েছে। তাতে কাজও দিয়েছে। প্রয়োজনে আবারও তা করা হতে পারে। কিডনি, যকৃৎ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে তাঁর। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ছিল। তাঁর শরীরে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি এখনও উদ্বেগে রেখেছে চিকিৎসকদের। মঙ্গলবারই ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা হয় প্রবীণ অভিনেতার।  

হাসপাতালটির পক্ষ থেকে বলা হয়েছে, এখনই ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা চিন্তাভাবনা করা হচ্ছে না। তিনি সঙ্কটমুক্ত নন ঠিকই, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

তবে উদ্বেগের বিষয় হলো, সৌমিত্রের প্রস্টেটের পুরনো ক্যান্সার ফিরে এসেছে। ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কেও। সংক্রমণ ঘটেছে মূত্রথলিতে। মেডিক্যাল টিম সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।