ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে মিন্নির গান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে মিন্নির গান শারমিন আহমেদ মিন্নি

রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি আমাদের খুব একটা দায়িত্ব লক্ষ করা যায় না। তাদের প্রতি আমরা খুব একটা সচেতনও নই।

সে জন্যই তাদের নিয়ে ছোট্ট কিছু করার প্রত্যাশা থেকে একটি গান করেছি- পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে গান করা শারমিন আহমেদ মিন্নি এভাবেই জানান তার অনুভূতি।

এবারই প্রথম পরিচ্ছন্নতা-কর্মীদের নিয়ে তৈরি হলো কোনো গান। আমি ভালোবাসি তাদের/যারা ক্ষুধার তাড়নায় বাড়ি বাড়ি গিয়ে/দুহাতে কুড়িয়ে নিচ্ছে আবর্জনা- এমন কথার ‘বলছি তাদের কথা’ শিরোনামে গানটির কথা, সুর ও কণ্ঠ শারমিন আহমেদ মিন্নির। এর সংগীতায়োজন করেছেন মিন্নি, ওয়ারফেজের শামস ও গিটারিস্ট সুমন।

মিন্নি জানান, বাস্তবতাধর্মী এই গানটিকে তিনি রাষ্ট্রীয়ভাবে প্রচার করতে চান, যাতে সারা দেশের মানুষ পরিচ্ছন্নতা-কর্মীদের প্রতি সচেতন থাকেন। তাদের ভালোবাসেন। সেই লক্ষ্যে গানটি তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ে জমাও দিয়েছেন অনুমোদনের জন্য।

তার ভাবনা, বিটিভির মতো জাতীয় গণমাধ্যমগুলোতে এই গান প্রচার হলে পরিচ্ছন্নতা-কর্মীদের যেমন উৎসাহ জোগাবে, তেমনি নিম্ন আয়ের এই শ্রেণির প্রতি সমাজের মানুষের সম্মান বাড়বে।

মিন্নি বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা-কর্মীরা ময়লা নিয়ে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করেন। একদিন বা দু’দিন ময়লা সংগ্রহ না করলেই আসলে তাদের গুরুত্বটা অনুধাবন করা যায়। যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে দেশকে সুন্দর রাখছেন, তাদের জন্য ভালোবাসা।
আমি চাই আমার গানটি শুনে সবাই পরিচ্ছন্নতাকর্মীদের ভালোবাসুক। ’

শারমিন আহমেদ মিন্নি একজন কণ্ঠশিল্পী, গীতিকার ও গিটার বাদক। ‘নীরব নির্বাসন’ নামে একটি ব্যান্ড দল রয়েছে তার। তিনি ছোটবেলা থেকেই সংগীতে যুক্ত। ১৯৮৩ সালে জাতীয় শিশু একাডেমি থেকে আন্তর্জাতিক সম্মেলনে ১২টি দেশের মধ্যে বাংলাদেশকে তিনি তুলে ধরেছিলেন অনন্য মর্যাদায়।
নিয়মিতই তিনি গান করছেন দেশে-বিদেশে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।