ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত কুমার শানু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
করোনা আক্রান্ত কুমার শানু কুমার শানু

শরীরে জ্বর আসার পরপরই মনে বাসা বাঁধে সন্দেহ। শেষে সত্যি হলো তা।

হ্যাঁ, পরীক্ষার পর জানা যায় করোনা আক্রান্ত উপমহাদেশের প্রখ্যাত গায়ক মেলোডি কিং কুমার শানু।  

গায়কের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ‘করোনা আক্রান্ত হয়েছেন তিনি। সুস্থতার জন্য সবার প্রার্থনা চাওয়া হয়। ’ আপাতত তার শারীরিক অবস্থা সম্পর্কে এর বেশি কিছু জানানো হয়নি।

কিছুদিন আগে একটি গানের রিয়েলিটি শোতে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনার বিরুদ্ধে লড়াই করা নিয়ে এমনিতেই চিন্তায় রয়েছে বাঙালি। এর মধ্যে প্রকাশ্যে এলো কুমার শানুর করোনা আক্রান্ত হওয়ার খবর। তবে, কুমার শানুর করোনা পজিটিভ’র খবর সামনে এলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা, তা নিয়ে এখনও কিছু জানায়নি তার পরিবার।

৯০- এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন কুমার শানু।  বলিউড, টলিউডের পাশাপাশি বাংলাদেশি সিনেমা এবং অডিও মাধ্যমেও অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই মেলোডি কিং।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।