ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রভাসের শুটিং সেটে আগুন, অভিযোগ উড়িয়ে দিলেন নাগার্জুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
প্রভাসের শুটিং সেটে আগুন, অভিযোগ উড়িয়ে দিলেন নাগার্জুন প্রভাসের সঙ্গে পূজা হেগড়ে / নাগার্জুন

তেলুগু তারকা নাগার্জুন আক্কিনেনির অন্নপূর্ণা স্টুডিওসে শুটিং চলছিল প্রভাস ও পূজা হেগড়ের সিনেমা ‘রাধে শ্যাম’র। শুক্রবার (১৬ অক্টোবর) সকালেই সেখানে কয়েকটি শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে সংবাদ ও সামাজিকমাধ্যমে।

 

শোনা যায়, শর্ট সার্কিট থেকেই নাকি এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এসব অভিযোগ একেবারেই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন স্টুডিওসের স্বত্ত্বাধিকারী নাগার্জুন আক্কিনেনি। টুইটারে পোস্ট দিয়ে সবাইকে আশ্বস্ত করে তিনি জানান, তেমন কিছুই ঘটেনি। সবকিছু ঠিক আছে।  

‘বাহুবলী’খ্যাত সুপারস্টার প্রভাস ‘সাহো’র পর কাজ করছেন ‘রাধে শ্যাম’ সিনেমায়। ২শ’ কোটি রুপি বাজেটের সিনেমাটি চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন রাধাকৃষ্ণ কুমার।  

অন্যদিক নাগার্জুনকে আগামীতে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের সঙ্গে হিন্দি ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। তেলুগু ‘ওয়াইল্ড ডগ’ সিনেমার কাজও শুরু করেছেন তিনি। সিনেমাটিতে নাগার্জুনের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।