ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সুপারহিরো ‘শক্তিমান’র পর ফিরছে ‘ক্যাপ্টেন ব্যোম’ও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
সুপারহিরো ‘শক্তিমান’র পর ফিরছে ‘ক্যাপ্টেন ব্যোম’ও ‘ক্যাপ্টেন ব্যোম’ রূপে মিলিন্দ সোমন ও ‘শক্তিমান’ রূপে মুকেশ খান্না

হলিউডের পথ ধরে এবার বলিউডও নজর দিচ্ছে সুপারহিরো সিনেমার দিকে। কিছুদিন আগেই ছোটপর্দার ভারতীয় সুপারহিরো ‘শক্তিমান’কে বড়পর্দায় আনার ঘোষণার পর এবার জানা গেল, একই পথ ধরে সিনেমা ও ওয়েবসিরিজ আকারে ফিরছে আরেক জনপ্রিয় সুপারহিরো ‘ক্যাপ্টেন ব্যোম’।

১৯৯৮ সালে টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করে ‘ক্যাপ্টেন ব্যোম’। সেই সময় সায়েন্স ফিকশন সিরিজের চল ছোটপর্দায় একেবারেই ছিল না। বড়পর্দাতেও সায়েন্স ফিকশন তৈরির সাহস কেউ দেখাতেন না। শুধুমাত্র রোমান্টিক কাহিনির ভরসাতেই থাকতেন পরিচালকরা। এমন সময় দূরদর্শন টিভি চ্যানেলের পর্দায় প্রথম সায়েন্স ফিকশন ধারাবাহিক হিসেবে আত্মপ্রকাশ করে ‘ক্যাপ্টেন ব্যোম’।  

‘ক্যাপ্টেন ব্যোম’ নামভূমিকায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ভারতের প্রথম সুপারমডেল মিলিন্দ সোমন। তার সঙ্গে লেফটেন্যান্ট মায়ার চরিত্রে ছিলেন কার্তিকা রানে। ২১২৩ সালের আগামী বিশ্বের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছিল সেই ধারাবাহিকে। সেখানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে দুষ্টের দমন করেছিল ক্যাপ্টেন ব্যোম ও তার দলবল।

সেই চরিত্রদেরই এবার ওয়েব সিরিজ এবং সিনেমার আকারে ফিরিয়ে আনছেন পরিচালক কেতন মেহতা। তিনি জানিয়েছেন, আপাতত পাঁচটি সিনেমা ও পাঁচটি সিরিজ তৈরি করার পরিকল্পনা রয়েছে তার। বর্তমান সময়ের উপযোগী করেই নতুনভাবে ভিএফএক্স করা হবে। তবে ‘ক্যাপ্টেন ব্যোম’ নামভূমিকায় মিলিন্দ সোমনই থাকবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি কেতন।  

উল্লেখ্য, কিছুদিন আগেই নয়ের দশকের আরেক জনপ্রিয় চরিত্র ‘শক্তিমান’কে সিনেমায় ফিরিয়ে আনার কথা জানিয়েছিলেন সিরিজটির নামভূমিকার অভিনেতা মুকেশ খান্না। ট্রিলজি তৈরি করার ঘোষণা করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।