ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ: করোনাজয়ী তাহসান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ: করোনাজয়ী তাহসান তাহসান

করোনা জয় করে বেশ উচ্ছ্বসিত সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজের ফেসবুক পেজে সুখবরটি জানান তিনি।

 

সেখানে লেখেন, ‘একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ...। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। এজন্যে প্রশান্তির হাসি আর এই পেজে আজ হঠাৎ দেখছি ৮০ লক্ষ মানুষ। এত মানুষের ভালোবাসা পাবার যোগ্য আমি কিনা জানিনা! কিন্তু আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ...।  

গত ৮ অক্টোবর তাহসানের করোনা ভাইরাসে আক্রান্তের খরব প্রকাশ্যে আসে। এরপর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন তার ভক্তরা। প্রিয় ভক্তদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চান তিনি।

গায়ক হিসেবেই বিনোদন অঙ্গনে যাত্রা তাহসান খানের। বেশ কিছু গান দিয়ে লাখো শ্রোতার হৃদয় জয় করেছেন তিনি। এরপর তাকে দেখা যায় মডেল হিসেবে। তবে গেল কয়েক বছর ধরেই তিনি নাটক-টেলিছবির ব্যস্ত অভিনেতা। প্রশংসা পেয়েছেন সিনেমায় অভিনয় করেও।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।