ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রোহিত-রণবীরের 'সার্কাস' শুরু হচ্ছে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
রোহিত-রণবীরের 'সার্কাস' শুরু হচ্ছে রণবীর সিং ও রোহিত শেঠি

বলিউড অভিনেতা রণবীর সিংকে নিয়ে নতুন আরেকটি সিনেমা নির্মাণ করছেন নির্মাতা রোহিত শেঠি। এটি মোটামুটি পুরনো খবর।

তবে নতুন খবর হচ্ছে আগামী মাসে শুরু হচ্ছে 'সার্কাস' নামের সিনেমাটির শুটিং।

রোহিত-রণবীর জুটির তৃতীয় সিনেমাটিতে আরও অভিনয় করছেন পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ শর্মা, জনি লিভার ও সঞ্জয় মিশ্রাসহ অনেকে। মুম্বাই ও গোয়ায় সিনেমাটির শুটিং হবে। ২০২১ সালে এটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

নির্মাতা জানান, উইলিয়াম শেক্সপিয়রের ক্লাসিক নাটক 'দ্য কমেডি অব এরোরস' থেকে অনুপ্রাণিত হয়ে 'সার্কাস'-এর গল্প সাজিয়েছেন রোহিত। যেটা দর্শকদের জন্য খুব উপভোগ্য হবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রোহিত তার 'গোলমাল' ফ্র্যাঞ্চাইজি ও পুলিশ কেন্দ্রিক সিনেমার গল্প থেকে বেরিয়ে ভিন্ন স্ক্রিপ্ট নিয়ে এবার কাজ করছেন। লকডাউন তাকে এটি নিয়ে কাজ করার সুযোগ করে দেয়।  

রোহিত শেঠি অক্ষয় কুমারকে নিয়ে নির্মাণ করেছেন 'সূর্যবংশী'। এতে অজয় দেবগণ ও রণবীর সিংকেও দেখা যাবে। চলতি বছর ২৪ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সিনেমাটির মুক্তি আটকে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।