ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

'দেবী' মুক্তির ২ বছর পূর্তি: ২০১৮ সালে ফিরে গেলেন জয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
'দেবী' মুক্তির ২ বছর পূর্তি: ২০১৮ সালে ফিরে গেলেন জয়া 'দেবী'র পোস্টার ও জয়া আহসান

২০১৮ সালের ১৯ অক্টোবর মুক্তি পায় হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘দেবী’। সোমবার (১৯ অক্টোবর) অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটির মুক্তির দুই বছর পূর্তি হয়েছে।

মুক্তির দুই বছর পূর্তিতে 'দেবী' নিয়ে স্মৃতি রোমন্থন করলেন জয়া আহসান। ফেসবুকে সিনেমাটির মুক্তির সেই ব্যস্ততম দিনটির কথা তুলে ধরেছেন তিনি।

জয়া আহসান লেখেন, আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমি ২০২০-তে নেই। আছি ২০১৮-তে। আজকের এই দিনে খুব সকালে 'দেবী' গাড়িতে চড়ে বলাকা, স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, যমুনা ব্লকবাস্টার আবার স্টার সিনেপ্লেক্স হয়ে মধুমিতা, চিত্রামহল... । দর্শক গম গম করা উত্তেজনা। রেকর্ড সংখ্যক শো অথচ সব টিকিট সোল্ড আউট, সিনেমা হলে ঝুলছে হাউজফুল বোড।  সোশ্যাল নেটওয়ার্কে ঝড়, পরদিন টঙ্গী, ময়মনসিংহে প্রচারণা...।

এমন সাফল্যের জন্য 'দেবী' সিনেমার টিম ও প্রযোজনা সংস্থা সি-তে সিনেমাকে ধন্যবাদ জানান জয়া।  

পোস্টটির শেষে জয়া লেখেন, সিনেমা আসবে, সিনেমা যাবে। তবে কিছু মুহূর্ত স্মৃতির অনুরণনে কড়া নাড়ে বছরের পর বছর। 'দেবী' তেমনই একটি আবেগের নাম। দ্বিতীয় বার্ষিকীতে 'দেবী'কে শুভেচ্ছা।

‘দেবী’ সিনেমায় মিসির আলী চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া রানু চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান ও নীলু হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

২০১৫-১৬ সালের সরকারি অনুদান ‘দেবী’ নির্মিত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ ও ইরেশ যাকের।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।