ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মালিহার প্রথম মৌলিক গানচিত্র ‘কেন আজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
মালিহার প্রথম মৌলিক গানচিত্র ‘কেন আজ’

পুরো নাম মালিহা তানজুম হলেও সবাই তাকে চেনে মালিহা ডিউ নামে। ছোটোবেলা থেকেই গান করেন।

 

ইউটিউবে নিজের অফিসিয়াল চ্যানেলে বেশ কিছু কভার সং শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় মালিহা ডিউ’র প্রথম মৌলিক গানের ভিডিও প্রকাশিত হয়েছে লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে।  

‘কেন আজ’ শীর্ষক গানটির কথা লিখেছেন রণক ইকরাম, সুর ও সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। গানটির ভিডিও পরিচালনা-সম্পাদনাও দীন ইসলাম শারুখের।  

মালিহা বর্তমানে উচ্চ শিক্ষার্থে কানাডায় অবস্থান করছেন। দেশে থাকা অবস্থাতেই এই গানটির কাজ শেষ করে গিয়েছিলেন তিনি।  

নিজের প্রথম মৌলিক গান প্রসঙ্গে মালিহা বলেন, ‘নিজের মৌলিক গান প্রকাশের আনন্দটা বলে বোঝাতে পারব না। আর এইগানের কথা ও সুর যখন গেয়েছি তখনই নিজের মনে গেঁথে গিয়েছিল। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে। ’ 

পড়াশোনা ও গান বাজনার বাইরে মালিহা পশুপাখিদের সেবা ও অধিকার রক্ষাকারী একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।