ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পূজা উপলক্ষে সৃজিত-মিথিলা পেলেন মমতার উপহার

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
পূজা উপলক্ষে সৃজিত-মিথিলা পেলেন মমতার উপহার মমতা ও সৃজিত-মিথিলা দম্পতি

দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ধর্মীয় এই উৎসব উপলক্ষে সৃজিত-মিথিলা দম্পতির জন্য উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর মধ্যে সৃজিতের জন্য লাল রঙের পাঞ্জাবি আর মিথিলার জন্য নীল রঙের শাড়ি।

উপহারের মাধ্যমে সৃজিত-মিথিলাকে শারদীয় শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপহার টুইটারে পোস্ট করে মমতার প্রতি কৃতিজ্ঞতা প্রকাশ করেছেন মিথিলা। ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ দিদি, পূজার এত সুন্দর উপহারের জন্য। ’

গত বছরের ডিসেম্বরে বিয়ে করেন সৃজিত-মিথিলা। তাই স্বাভাবিকভাবেই এটিই প্রথম পূজা এই দম্পতির। আর প্রথম পূজাতেই মূখ্যমন্ত্রীর উপহার পাওয়া মিথিলার জন্য সত্যিই অনেক আনন্দের।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।