ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সনাতন ধর্মাবলম্বী শিল্পীদের দেওয়া হলো পূজার উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
সনাতন ধর্মাবলম্বী শিল্পীদের দেওয়া হলো পূজার উপহার এক শিল্পীর হাতে পূজার উপহার তুলে দেওয়া হচ্ছে

গত ঈদে সদস্যদের উপহার দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ৩১ শিল্পীকে খাদ্য সামগ্রী ও নতুন কাপড় উপহার দিয়েছে সংগঠনটি।

উপহারে শাড়ি, ধুতি ও খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে। এছাড়াও অসচ্ছল শিল্পীদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সমিতিটির স্টাডি রুমে শিল্পীদের হাতে উপহার তুলে দেন সিনিয়র শিল্পীরা।

জায়েদ খান বলেন, শিল্পীরা তাদের প্রিয় উৎসবটিকে যাতে আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন তাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। মহামারি শেষ হলে সব কিছুই স্বাভাবিক হয়ে আসবে, মানুষ আগের অবস্থানে ফিরে যাবে, কিন্তু এই যে কঠিন সময়টায় মানুষের পাশে মানুষের দাঁড়ানো দরকার। আমরা শিল্পীদের খোঁজ খবর রাখার চেষ্টা করছি সবসময়। তাদের পাশে থাকার চেষ্টা করছি।

উপহার দেওয়ার সময় উপস্থিত আরও ছিলেন ডিপজল, রুবেল, অঞ্জনাসহ অনেক সিনিয়র চলচ্চিত্র শিল্পী।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।