ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জোকার রূপে ফিরছেন জ্যারেড লেটো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
জোকার রূপে ফিরছেন জ্যারেড লেটো জ্যারেড লেটো

জ্যাক স্নাইডারের জাস্টিস লিগে আইকনিক ডিসি ভিলেন জোকার চরিত্রে ফিরছেন মার্কিন অভিনেতা ও গায়ক জ্যারেড লেটো। সিনেমাটি চার পর্বের সিরিজ আকারে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স-এ মুক্তি পাবে আগামী বছর।

সম্প্রতি ওয়ার্নার ব্রস ঘোষণা দিয়েছে, নির্মাতা জ্যাক স্নাইডারের ‘জাস্টিস লিগ’ সিনেমার অরিজিনাল ভার্সন ২০২১ সালে এইচবিও ম্যাক্সে অভিষেক হবে।  

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, স্নাইডারের এই আলোচিত সিনেমাটিতে আবারও অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা জ্যারেড লেটো। ২০১৬ সালের অ্যান্টিহিরো ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমায় লেটো আলোচিত আইকনিক ভিলেন ‘জোকার’ চরিত্রে অভিনয় করেন।  

‘জ্যাক স্নাইডার’স জাস্টিস লিগ’ শিরোনামের এই সিরিজে লেটো ছাড়াও অভিনয় করছেন বেন অ্যাফ্লেক, রে ফিশার ও অ্যাম্বার হার্ড।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।