ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আসছে ডিজনির ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
আসছে ডিজনির ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’

ডিজনি’র আসন্ন অ্যানিমেটেড সিনেমা ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’ মুক্তি পাবে আগামী বছর। এরই মধ্যে সিনেমাটির দারুণ ভিজ্যুয়ালসমৃদ্ধ ট্রেলার মুগ্ধ করছে দর্শকদের।

‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’ নির্মাণে যুক্ত হয়নি বিখ্যাত পিক্সার স্টুডিওস। পুরো সিনেমাটিই নির্মাণ করেছে ওয়াল্ট ডিজনি। স্টুডিওটি এর আগে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘ফ্রোজেন’ নির্মাণ করেছিল। সেই ধারায় এবার নতুন সিনেমাটির ট্রেলারেও মনোমুগ্ধকর ভিজ্যুয়াল দেখা গেছে।

ডিজনি সূত্রে সিনেমাটির গল্প সম্পর্কে জানা যায়, বহুকাল আগে কুমন্দ্রা নামের এক কাল্পনিক পৃথিবীতে মানষ ও ড্রাগন মিলেমিশে বাস করত। একসময় অশুভশক্তির হুমকিতে পরে সেই সভ্যতা। তখন মানুষকে বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করেছিল ড্রাগনেরা। এর ৫০০ বছর পর সেই একই শয়তান আবারও ফিরে আসে। এবার ভেঙে পড়া পৃথিবী ও বিচ্ছিন্ন মানুষদের এক করতে সর্বশেষ কিংবদন্তি ড্রাগনটিকে খুঁজে বের করার দায়িত্ব পড়ে রায়া নামের মেয়েটির ওপর। এই প্রেক্ষিতেই এগিয়ে যায় গল্প।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।