ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সুস্মিতা সাহার পূজার গান ‘মা আইলো রে’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
সুস্মিতা সাহার পূজার গান ‘মা আইলো রে’ সুস্মিতা সাহা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ‘মা আইলো রে’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী সুস্মিতা সাহা। সঞ্জীবন চক্রবর্তীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হয়েছে গানটি।  

চ্যানেল আই সেরাকন্ঠ থেকে ওঠে আসা সুস্মিতা সাহা গানের পাশাপাশি উপস্থাপনার সঙ্গেও জড়িত। নতুন এই গান প্রসঙ্গে সুস্মিতা জানান, ‘হুট করেই গানটি করার সুযোগ পেলাম। যেহেতু পূজার গান, তাই খুব এনজয় করেছি। গানের কথা ও সুরে দারুণ একটা মাদকতা আছে। আশা করছি, শ্রোতারা উপভোগ করবেন। ’ 

গানটির ভিডিও পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন দীন ইসলাম শারুখ। ‘আইলো মা আইলো রে’ গানটির গীতিকার ও সুরকার সঞ্জীবন চক্রবর্তী বলেন ‘গানটি নিয়ে আমি দারুণ পুলকিত। কারণ একটাই, পূজার গান। সবাইকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাতে এর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে?’

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।