ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নিখিল-নুসরাতের সঙ্গে অঞ্জলি দিলেন সৃজিত-মিথিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
নিখিল-নুসরাতের সঙ্গে অঞ্জলি দিলেন সৃজিত-মিথিলা মিথলা, নুসরাত, নিখিল ও সৃজিত

করোনার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের দুর্গোৎসব। এ উৎসবে স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে কলকাতায় মেয়েকে নিয়ে অবস্থান করছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

ঘুরে দেখছেন পূজামণ্ডপ।

শনিবার (২৪ অক্টোবর) মহাষ্টমীর অঞ্জলি দিতে সৃজিতের সঙ্গে পূজামণ্ডপে অংশ নেন মিথিলা। সেখানে তাদের দেখা হয় তারকা দম্পতি নুসরাত জাহান ও নিখিল জৈনের সঙ্গে।
নিউ আলিপুরের সুরুচি সংঘে প্যান্ডেলে গিয়েছেন তারা সবাই। একসঙ্গে ক্যামেরাবন্দিও হয়েছেন। আর সে সময়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সৃজিত।

গত ১৫ আগস্ট মেয়ে আইরাকে নিয়ে ওপার বাংলায় যান মিথিলা। বিয়ের পর এ বছরই প্রথম তাদের পূজা উদযাপন। তাই একসঙ্গে অষ্টমীর অঞ্জলি দিতে তারকা দম্পতি পৌঁছে যান পূজামণ্ডপে।  

মিথিলার পরনে ছিল লাল শাড়ি ও সৃজিতের লাল পাঞ্জাবি। নুসরাত ও নিখিল দু’জনেই পরেন সাদা পোশাক।  

২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত জাহান। একই বছর ৬ ডিসেম্বর সৃজিত এবং মিথিলাও বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৭১১  ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।