ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

গাঁটছড়া বাঁধলেন নেহা কক্কর-রোহানপ্রীত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
গাঁটছড়া বাঁধলেন নেহা কক্কর-রোহানপ্রীত নেহা কক্কর ও রোহানপ্রীত

বর্তমান সময়ের বলিউডের জনপ্রিয় সংগীত তারকা নেহা কক্কর সাত পাকে বাঁধা পড়লেন। আরেক সংগীতশিল্পী রোহানপ্রীতের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।

তাদের বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (২৪ অক্টোবর) দিল্লির গুরদাওরায় নেহা-রোহানপ্রীতের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের অনুষ্ঠানে তাদের দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।  
 
এই তারকা দম্পতি তাদের বিয়ের বিষয়টি নিজেরা এখনো না জানালেও তাদের ফ্যান পেজে বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে নেহাকে লেহেঙ্গা ও রোহানপ্রীতকে শেরওয়ানি পরা অবস্থায় দেখা যায়। তারা দু’জনই বাঁধা ছিলেন গোলাপি রঙের গাঁটে।

আগামী সোমবার (২৬ অক্টোবর) পাঞ্জাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।  

চলতি মাসের শুরুতে নেহার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। রিয়্যালিটি শোয়ের তারকা রোহনপ্রীতের সঙ্গে তিনি ঘর বাঁধছেন বলেও খবর রটে। সেই গুঞ্জন সত্যি করে সামাজিক মাধ্যমে প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন নেহা। এরইমধ্যে রোকা ও গায়ে হলুদ সেরেছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।