ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ছেলের নাম জানালেন কোয়েল মল্লিক 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
ছেলের নাম জানালেন কোয়েল মল্লিক  কোয়েলের কোলে তার পুত্র কবীর, পাশে স্বামী নিসপাল

দুর্গোৎসবে মেতে আছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (২৪ অক্টোবর) ছিল মহাষ্টমী।

আর এই দিনেই ছেলেকে নিয়ে প্রকাশ্যে এলেন মল্লিক-নিসপাল সিং রানে।  

বিশেষ এই দিনেই ছেলের নাম জানিয়েছেন এই তারকা দম্পতি। তারা ছেলের নাম রেখেছেন কবীর। একমাত্র সন্তানের নামকরণের জন্য মহাষ্টমীর মতো বিশেষ দিনটি মল্লিক-নিসপাল বেছে নিয়েছেন বলে জানায় পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেসহ ছবি পোস্ট করেছেন কোয়েল মল্লিক। ছবিতে পাশে দেখা যাচ্ছে তার স্বামী নিসপাল সিং রানেকে। ক্যাপশনে ছেলের নামটি উল্লেখ করেন এই অভিনেত্রী।

ছবি নেটিজনেরা বেশ ভালোবেসে গ্রহণ করেছেন। দুই লক্ষাধিক লাইক ও দুই হাজারের বেশি শেয়ার পেয়েছে ছবিটি। আর অসংখ্য ভালোবাসা মাখা মন্তব্যে ভেসেছে কমেন্টবক্স। বোঝাই যাচ্ছে স্টারকিড হিসেবে ছোট্ট কবীর সবার নজর কেড়ে নিয়েছে।

করোনার লকডাউনের মধ্যে গত ৫ মে পুত্র সন্তানের জন্ম দেন টলিউড কুইন কোয়েল। কোয়েল-নিসপাল সিং রানে দম্পতি প্রথমবার সন্তানের মা-বাবা হয়েছেন। তাই খুশির বন্যা মল্লিক ও রানে পরিবারে।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।