ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জয় শাহরিয়ারের ‘হয়তো...’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
জয় শাহরিয়ারের ‘হয়তো...’ জয় শাহরিয়ার

প্রকাশিত হলো জয় শাহরিয়ারের নতুন গান ‘হয়তো...’। নবমীতে প্রকাশিত গানটির কথা ও সুর বরাবরের মতো শিল্পীর নিজেরই।

আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটির মিউজিক ভিডিও দর্শক শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
 
‘হয়তো...’ গানের ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। সাজেকে চিত্রায়িত গানটির সিনেমাটোগ্রাফি করেছেন জেসমিন নাহার।

এ গান প্রসঙ্গে জয় বলেন, ‘একেকটা গানে একেকটা দৃশ্যকল্প তুলে ধরার চেষ্টা থাকে। তেমনি ভাবেই এই গানে মানুষের যাপিত জীবনে এক ধরনের টানাপড়েনের গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি, আমার শ্রোতাদের ভালো লাগবে। ’

গানটি শোনা যাবে সারাবিশ্ব থেকেই। বাংলাদেশে শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, জিপি মিউজিক, স্প্ল্যাশ ও ভাইবে। দেশের বাইরে শ্রোতারা শুনতে পাবেন আই টিউন্স, অ্যামাজন, স্পটিফাই, সাভান, ডিজারসহ শতাধিক প্ল্যাটফর্মে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।