ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতার বান্ধবীকেই বিয়ে করলেন অর্ণব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
কলকাতার বান্ধবীকেই বিয়ে করলেন অর্ণব বিয়ের পর সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও কলকাতার রবীন্দ্র সংগীতশিল্পী সুনিধি নায়েক

দীর্ঘদিনের বান্ধবী কলকাতার রবীন্দ্র সংগীতশিল্পী সুনিধি নায়েককে বিয়ে করেছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। বুধবার (২৮ অক্টোবর) পশ্চিমবঙ্গের আসানসোলে তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে।

অর্ণবের মামাতো বোন ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ছোট বোন মিশৌরী রশীদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, পশ্চিমবঙ্গের আসানসোলে আজ অর্ণব ভাইয়ার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। ফ্লাইট চালু না থাকায় আমি যেতে পারলাম না। মিস করলাম।

এদিকে এর আগে নির্মাতা ও মিথিলার স্বামী সৃজিত মুখার্জি ফেসবুকে অর্ণব-সুনিধিকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেন।  তিনি লেখেন, ‘হারিয়ে গিয়েছ এই তো জরুরি খবর। অভিনন্দন। ’ উত্তরে অর্ণব লেখেন, ‘থ্যাঙ্ক ইউ’। পোস্টটি শেয়ার করে সুনিধি লেখেন, ‘অলরাইট’।

এর আগে অর্ণব ভারতীয়-বাংলাদেশি সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীকে বিয়ে করেন ২০০১ সালে। তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটে বিবাহের ৭ বছর পর ২০০৮ সালে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।