ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মুরাদ নূরের সুরে কাজী শুভর নতুন গান ‘ইচ্ছে’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
মুরাদ নূরের সুরে কাজী শুভর নতুন গান ‘ইচ্ছে’ মুশফিক লিটু-মুরাদ নূর ও কাজী শুভ

সম্প্রতি রাজধানীর লং প্লে রেকর্ডিং স্টুডিওতে নতুন একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী কাজী শুভ। মুরাদ নূরের সুরে ‘ইচ্ছে’ শিরোনামে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

এটি লিখেছেন মোহাম্মদ জসীম উদ্দিন।  

ইচ্ছে প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘মুরাদ নূরের সুরে প্রায় পাঁচ বছর পর গান গাইলাম। আমাদের ‘রঙ্গের দুনিয়া’ গানটি বেশ প্রশংসিত হয়। এবার হলো আমাদের ‘ইচ্ছে’ সৃষ্টি। আধুনিক কথায় রক মেলোর সমন্বয় তৈরি গানটি আমার ভীষণ ভালো লেগেছে। একটা স্পেশালিটি খুঁজে পাওয়া যায়। শ্রোতারা আমার আরেকটি প্রত্যাশিত গান পেতে যাচ্ছে। ’ 

ইচ্ছে নিয়ে সুরকার মুরাদ নূর বলেন, ‘এই গানটি আমার বাল্যবন্ধু জসীম উদ্দিনের লেখা। তার অনুপ্রেরণাই গানটি করা। গান তৈরির পর কাজী শুভকেই কণ্ঠের জন্য পারফেক্ট মনে হলো। তার গলায় গানটি আবেগ অনুভূতির পূর্ণতা পেলো। আমার খুব বেছে বেছে কাজ করার মধ্যে ‘ইচ্ছে’ অন্যতম হবে বলে বিশ্বাস করি। শিগগিরই শ্রোতারা ডিজিটাল সকল মাধ্যমে গানটি শুনতে পাবেন। ’ 

মুরাদ নূর আরো বলেন, ‘ইচ্ছে’র একটি মিউজিক ভিডিও হচ্ছে। শিগগিরই দেশের খ্যাতনামা অডিও লেবেলের ইউটিউবসহ সকল ডিজিটাল মাধ্যমে গানটি প্রকাশিত হবে। ’

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।