ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কণার ‘ইচ্ছেগুলো’ চার কোটিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
কণার ‘ইচ্ছেগুলো’ চার কোটিতে সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা

সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ‘দিল দিল’ ইউটিউবে অতিক্রম করেছে সাত কোটি ভিউ আর ‘ওহে শ্যাম’ গানটি পাঁচ কোটি। দু’টিই সিনেমার দ্বৈত গান ছিল।

তবে এবারই প্রথম তার একক গান হিসেবে ‘ইচ্ছেগুলো’ পার করেছে চার কোটি ভিউ।  

সম্প্রতি গানটি ৪০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে কণা বলেন, এটি আমারও অসম্ভব পছন্দের একটা গান। তবে অন্যরাও এভাবে পছন্দ করবেন, সেটা ভাবেনি। এটা আমাদের সংগীতাঙ্গনের জন্য শুভলক্ষণ বলেই মনে করি। কৃতজ্ঞ শ্রোতা, দর্শক এবং গানটি সৃষ্টির সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি।  

‘ইচ্ছেগুলো’ গানটির ভিডিওতে কণার সঙ্গে মডেল হিসেবে দেখা যায় আজহার ও তাসনুভা তিশাকে। নির্মাণ করেছেন একে পরাগ।  

শরীফ আল দীনের কথায় নাজির মাহমুদের সুরে এই গানচিত্রটি প্রকাশ পেয়েছিল ২০১৭ সালে।  

 

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।