ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কাজী সাজুর ‘ইট কাঠের শহর’ মিউজিক্যাল ফিল্মে আফফান মিতুল

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
কাজী সাজুর ‘ইট কাঠের শহর’ মিউজিক্যাল ফিল্মে আফফান মিতুল মিতুল-সাজু

সিনেমা মিতুলের ধ্যানজ্ঞান হলেও মিউজিক্যাল ফিল্মের প্রতি আকর্ষণ ছিলো প্রবল। কিন্তু ব্যাটে-বলে মিলছিল না।

অবশেষে সেই সুযোগটাও হলো।  

সম্প্রতি আফফান মিতুল মডেল হয়েছেন ‘ইট কাঠের শহর’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে। ওমর ফারুকের কথায়, কাজী সাজুর সুরে এবং শেখ ইকবাল আহমেদ রনির সংগীতায়োজনে গানটি গেয়েছেন কাজী সাজু। গল্প নির্ভর এই মিউজিক ভিডিওতে আফফান মিতুল অভিনয় করেছেন সাইকো লাভার চরিত্রে। ভিডিওটি পরিচালনা করেছেন সবুজ খান।  

সামনের মাসেই ভিডিওটি মুক্তি পাবে দেশের প্রথম সারির একটি সংগীতভিত্তিক ইউটিউব চ্যানেলে। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। এদিকে, খুব শিগগিরই আফফান মিতুল অভিনয় করবেন সায়মন তারিকের ‘স্বপ্নের ফেরিওয়ালা’, সবুজ খানের ‘রজকিনী চণ্ডিদাস’, সাজ্জাদ খানের ‘জিহাদ’, আসাদুজ্জান আসুর ‘পদদর্পণ’, রানা ইব্রাহীমের নাম ঠিক না হওয়া একটি সিনেমা এবং আবু তাওহীদ হিরণের ‘আদম’ সিনেমায়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।