ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জন্মদিনে প্রকাশ পাচ্ছে রুনা লায়লার সুরে চার গান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
জন্মদিনে প্রকাশ পাচ্ছে রুনা লায়লার সুরে চার গান রুনা লায়লা

এবারের জন্মদিনটা বিশেষভাবে উদযাপনের উপলক্ষ প্রস্তুত উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার।

আগামী ১৭ নভেম্বর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই গায়িকা জন্মদিন।

প্রত্যেক বছরই তার জন্মদিন ঘটা করে পালন করেন গায়িকার ভক্ত-অনুরাগীরা। নিজেও পারিবারিকভাবে সাদামাটাভাবে দিনটি উদযাপন করেন তিনি।  

তবে এবারের জন্মদিনটা অন্যান্য বারের চেয়ে একটু বেশিই বিশেষ...। কারণ, এবারের জন্মদিনে রুনার সুরে প্রকাশ পাচ্ছে চারটি গান। এর মধ্যে দুটি গানে কণ্ঠ দিচ্ছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা ও আঁখি আলমগীর। অন্য দুটি যথাক্রমে লুইপা ও হৈমন্ত রক্ষিতের কণ্ঠে। এগুলো প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল। সংগীতায়োজনে রাজা কাশেফ। গানগুলো সবার ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রুনা।

এদিকে ২০১৭ সালে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় প্রথম সুর করেন রুনা লায়লা। প্রথমবার সুর করেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র ‍পুরস্কার। এরপর তার সুরে নিজকণ্ঠ’সহ প্রকাশ পায় ভারত ও পাকিস্তানের শিল্পীদের বেশ কয়েকটি গান।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।