ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ক্ষুদে গানরাজ তিলোত্তমাকে হাসপাতালে দেখতে গেলেন রেলমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
ক্ষুদে গানরাজ তিলোত্তমাকে হাসপাতালে দেখতে গেলেন রেলমন্ত্রী

ঢাকা: চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ এবং বোদা উপজেলার কৃতি সন্তান তিলোত্তমা বিশ্বাসকে পরিদর্শন করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেলেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

এ সময় রেলমন্ত্রী তিলোত্তমা বিশ্বাসের খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।

চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ এবং বোদা উপজেলার কৃতি সন্তান তিলোত্তমা বিশ্বাস সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনের কাছে চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ তিলোত্তমা বিশ্বাসের শারীরিক অবস্থা জানতে চাইলে তৎক্ষণাৎ বিস্তারিত বলতে পারেননি। তিনি পরে বিস্তারিত জেনে এ প্রতিবেদককে জানাবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
পিএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।