ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রাজের ‘হিট’ দিয়ে ফিরছেন হাসান মাসুদ

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
রাজের ‘হিট’ দিয়ে ফিরছেন হাসান মাসুদ মোস্তফা কামাল রাজ হাসান মাসুদ

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ দর্শকনন্দিত হয়েছে। বলা যায়, সারাদেশের দর্শকমহলে এনটিভির প্রযোজনাটি হিট! 

এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন নতুন ধারাবাহিক নাটক ‘হিট’।

রোববার (১ নভেম্বর) থেকে এর শুটিং শুরু হবে।

ধারাবাহিকটির মাধ্যমে অনেকদিন পর আবারও অভিনয়ে ফিরছেন হাসান মাসুদ। থাকছেন একঝাঁক তারকা। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় এই অভিনেতা। রাজের ‘মাইক’, ‘গ্র্যাজুয়েট’, ‘চিরকুমার সংঘ’ ধারাবাহিকগুলোতে হাসান মাসুদের অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে আছে।

ছোট পর্দায় রাজের পথচলা শুরু হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়ালে। দলটির ভাই-ব্রাদারদের অন্যতম মেধাবী নির্মাতা-অভিনেতা ইশতিয়াক আহমেদ রুমেল অভিনয় করবেন ‘হিট’ নাটকে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘হিট হবে আমার ১৩তম ধারাবাহিক। এটি রচনা করেছেন মারুফ রেহমান। আশা করছি, এবারের গল্পেও দর্শকরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিচ্ছবি খুঁজে পাবেন। নাটকটি প্রচার হবে বাংলাভিশন চ্যানেলে। এছাড়া প্রতিটি পর্ব থাকবে ইউটিউবে সিনেমাওয়ালার চ্যানেলে। ’

ধারাবাহিকটিতে আরও অভিনয় করবেন- সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, সুমাইয়া আনজুম মিথিলা, নীলাঞ্জনা নীল, মো. আবুবকর রোকন।

এছাড়া ‘ফ্যামিলি ক্রাইসিস’র কয়েকজন অভিনয়শিল্পী যোগ দেবেন ‘হিট’ নাটকে। তাদের মধ্যে- মনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া, সারিকা সাবাহ, নাজিমউদ্দিন রাজু, তানজিম হাসান অনিক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।