ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

গানচিত্রে রাম্মি খানের ‘হৃদ মাঝারে’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
গানচিত্রে রাম্মি খানের ‘হৃদ মাঝারে’ রাম্মি

প্রকাশ পেয়েছে তরুণ প্রজন্মের গায়িকা রাম্মি খানের গান-ভিডিও ‘হৃদ মাঝারে’। দ্বীজ ভূষণের কথা ও সুরে লোক ঘরানার এই গানের মাধ্যমে রাম্মির সংগীতে আনুষ্ঠানিক যাত্রা।

গানটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে।  

এ গান প্রসঙ্গে রাম্মি খান বলেন, ‘মৌলিক গান বেশ কয়েকটি তৈরি করেছি। যেহেতু প্রথম গান তাই প্রচলিত একটা প্রিয় গান দিয়েই শুরু করলাম। শিগগিরই মৌলিক গান নিয়ে হাজির হবো। ’ 

‘হৃদ মাঝারে’ গানটি নতুন করে সংগীতায়োজন করার পাশাপাশি ভিডিও পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। ভিডিওটি সম্পাদনা করেছেন রাজ হৃদয়। ছোটবেলা থেকেই গানের মধ্যে থাকলেও শখের বশেই গানের ভুবনে নিজেকে জড়িয়েছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রাম্মি খান। তবে পড়াশোনা শেষে আইন পেশার পাশাপাশি গানটা চালিয়ে যেতে চান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।