ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলুর জীবনাবসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলুর জীবনাবসান নাসিরউদ্দিন দিলু

না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন আগে মাথায় আঘাত পেয়ে দিলু ভাই হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ আসে। এছাড়া হার্টের রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতা ছিল তার। চলচ্চিত্র একজন অভিভাবক হারালো। তার আত্মার শান্তি কামনা করছি।

করোনা আক্রান্ত থাকায় তার জানাজা ও দাফনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মরদেহ নেওয়া হচ্ছে না।  তাই সীমিত পরিসরে রাজধানীর বারিধারায় জানাজা শেষে দিলুকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলেও জানান খসরু।

নাসিরউদ্দিন দিলু প্রায় ১৫টিরও বেশি সিনেমা প্রযোজনা করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।