ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

এবার পাপনের কণ্ঠে জীবনের গান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
এবার পাপনের কণ্ঠে জীবনের গান জীবন ও পাপন

ইতোমধ্যে শুভমিতা ব্যানার্জি, জুবিন গার্গ, রূপঙ্কর বাগচী, রূপম ইসলাম, ইমন চক্রবর্তী, আকাশ সেন, তৃষা চ্যাটার্জি প্রমুখ ভারতীয় শিল্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে বাংলাদেশের গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা গান।  

এছাড়া তার কথায় প্রকাশের অপেক্ষায় ভারতের আরও তিন জনপ্রিয় শিল্পী আকৃতি কাক্কর, মোহাম্মাদ ইরফান ও রাজ বর্মণের গাওয়া গান।

 

এবার আরেক ভারতীয় শিল্পী তথা বলিউডের গায়ক পাপন গাইলেন দেশের স্বনামধন্য এ গীতিকারের কথায়। ‘হৃদয়ে তোমার ঠিকানা’ শিরোনামের গানটিতে পাপনের সঙ্গে দ্বৈত গেয়েছেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল গায়িকা তামান্না প্রমি। এটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত।
 
গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘ভারতীয় এই গায়ক বলিউডে বেশ জনপ্রিয়। কোক স্টুডিওতে গান করে তিনি আরও প্রশংসা কুড়ান। বাংলাদেশেও তার অনেক শ্রোতা আছে। তার জন্য লিখতে পারাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। এ জন্য ধন্যবাদ দিতে হয় অদিতকে। তার সুরের ওপরই কথাগুলো লিখেছি। গানটিতে আমাকে সম্পৃক্ত করার জন্য তামান্না প্রমিকেও ধন্যবাদ। পাপনের সঙ্গে দারুণ গেয়েছেনও তিনি। ’ 

এদিকে, অডিওর পর সম্প্রতি গানটির ভিডিওর শুটিংও হয়ে গেছে। এতে মডেল হয়েছেন চিত্রনায়ক নিরব ও গায়িকা তামান্না প্রমি নিজে। নির্মাতা শাহরিয়ার পলক। কিছু দিনের মধ্যেই ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে। কাজটি নিয়ে সংশ্লিষ্টরা সবাই বেশ আশাবাদি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।