ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বলিউড অভিনেতা ফারাজ খান আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
বলিউড অভিনেতা ফারাজ খান আর নেই ফারাজ খান

বলিউড অভিনেতা ফারাজ খান অবশেষে চলেই গেলেন। বেশ কয়েক মাস ধরে অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন রানি মুখার্জির একসময়ের সহ-অভিনেতা।

 

ফারাজের মৃত্যুর খবর পাওয়ার পরই টুইট করেন অভিনেত্রী-প্রযোজক পূজা ভাট। এই কঠিন সময়ে প্রত্যেকে যাতে ফারাজ খানের পরিবারের পাশে থাকে, সেই আবেদনও করেন মহেশ ভাটের মেয়ে।

মস্তিষ্কে সংক্রমণের কারণে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফারাজ খান। এর পরই তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ফারাজের শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে। এর পরই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। ফারাজের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করে তার পরিবার।  

ফারাজের চিকিৎসার জন্য তার পরিবারের পাশাপাশি পূজা ভাটও প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান।  

পূজা ভাটের টুইটের পর আর্থিক সাহায্য নিয়ে ফারাজ খানের পরিবারের পাশে দাঁড়ান সুপারস্টার সালমান খান। তবে শেষরক্ষা হলো না। ৫০ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে।

ফারাজ অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ফারেব’ (১৯৯৬), ‘পৃথ্বী’ (১৯৯৭), রানি মুখার্জির সঙ্গে ‘মেহেন্দি’ (১৯৯৮), ‘দুলহান বানু ম্যায় তেরি’ (১৯৯৯) ইত্যাদি। এছাড়া টেলিভিশনেও তিনি বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।