ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বলিউডে আবারও যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার অভিনেতা বিজয় রাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
বলিউডে আবারও যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার অভিনেতা বিজয় রাজ অভিনেতা বিজয় রাজ

বলিউডে আবারও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এবার শুটিং সেটে মহিলা ক্রু মেম্বারকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিনেতা বিজয় রাজ।

 

সম্প্রতি মহারাষ্ট্রের গন্ডিয়ার একটি হোটেল থেকে অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ভোপাল এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে বলিউডে বিজয় রাজের যাত্রা শুরু হয়। পরিচিতি পান রামগোপাল বর্মা পরিচালিত ছবি ‘জঙ্গল’-এর মাধ্যমে। তারপর একে একে বহু সিনেমায় বলিষ্ঠ ও কমেডি চরিত্রে অভিনয় করেছেন বিজয়। দুই দশক ধরে বলিউডের প্রথম সারির অভিনেতাদের পাশে নজর কেড়েছেন তিনি। সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি।  

শোনা গেছে, বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ সিনেমার শুটিং করছিলেন বিজয়। তারই সেটে নিগ্রহের অভিযোগ আনেন এক মহিলা ক্রু মেম্বার। সেটে বিদ্যা বালান রয়েছেন কিনা, তা অবশ্য জানা যায়নি। তবে মহিলার অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি বছর এমনিতেই বলিউডের ভালো যাচ্ছে না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই স্বজনপ্রীতি, মাদক কাণ্ডের মতো অভিযোগে বিদ্ধ বি-টাউন। এর মধ্যেই আবার পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে মামলা দায়ের করেন অভিনেত্রী পায়েল ঘোষ। সেই মামলা এখনও চলছে। ইতোমধ্যেই মুম্বাই পুলিশের কাছে নিজের বক্তব্য দিয়েছেন অনুরাগ। এমন পরিস্থিতিতে বিজয় রাজের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এবং অভিনেতার গ্রেপ্তারির ঘটনা আবারও আলোচনার জন্ম দিল।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এমকেআর/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।