ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বড়পর্দায় ফিরছে ‘বাহুবলী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
বড়পর্দায় ফিরছে ‘বাহুবলী’

করোনা আবহে অনেক জায়গায় শর্তসাপেক্ষে খুলেছে সিনেমা হল।  তবে ব্যবসায়িক ক্ষতির ভয়ে নির্মাতারা বড় বাজেটের কোন সিনেমাই প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছে না।

তাই সিনেমা হলগুলোর কাছে পুরনো সিনেমাগুলোই ভরসা। এরমধ্যেই বড় খবর, আবারও মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’।  

এস এস রাজামৌলির ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির হিন্দি সংস্করণের পরিবেশক করণ জোহর। এক টুইটারে পোস্টে প্রভাস অভিনীত সিনেমাটি আবারও মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। করণ লেখেন, আবারও প্রকাশ হতে প্রস্তুত ম্যাজিক। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ শিগগিরই পুনরায় মুক্তি পাচ্ছে।

মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজিটির প্রথম খণ্ড ‘বাহুবলী: দ্য বিগিনিং’ শুক্রবার (৬ নভেম্বর) মুক্তি পাচ্ছে। আর ‘বাহুবলী টু’ মুক্তি পাবে এক সপ্তাহ পরে ১৩ নভেম্বর।  

‘বাহুবলী’ সিনেমায় প্রভাসের সঙ্গে আরও অভিনয় করেছেন রানা দগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামিয়া কৃষ্ণ, সত্যরাজ প্রমুখ। বক্স অফিসের সব রেকর্ড ভেঙেছিল ‘বাহুবলী’। বড় বাজেটের বড় সাফল্যের অনন্য নজির স্থাপন করে সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।