ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পুত্র সন্তানের মা হয়েছেন শার্লিন ফারজানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
পুত্র সন্তানের মা হয়েছেন শার্লিন ফারজানা শার্লিন ফারজানা

৯ মাস আগে বিয়ে করার খবর গত অক্টোবরে জানিয়েছেন অভিনেত্রী শার্লিন ফারজানা। এবার এই অভিনেত্রী মা হওয়ার খবর দিলেন।

গত রোববার (১ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে শার্লিন পুত্র সন্তানের জন্ম দেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সন্তানের নাম রেখেছেন ইয়াসিন এহসান।

শার্লিন বলেন, আমার কোলজুড়ে পুত্রসন্তান এসেছে। বাবু ও আমি সুস্থ আছি। বাচ্চার বাবাসহ পরিবারের সবাই অনেক বেশি খুশি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি।

২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে শোবিজে যাত্রা করেন শার্লিন ফারজানা। এরপর নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে নজর কাড়েন তিনি।

২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ শার্লিন ফারজানা। গত ২৩ অক্টোবর ছোট পর্দার এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পেয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।