ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

হাতে চোট পেয়ে বিশ্রামে পরীমনি

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
হাতে চোট পেয়ে বিশ্রামে পরীমনি পরীমনি

সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে বিশ্রামে রয়েছেন নায়িকা।

তার আহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক রাশিদ পলাশ।

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হন পরী। এর পরিচালক রাশিদ পলাশ বলেন, পরীমনি হাতে চোট পেয়েছেন। গুরুতর কিছু নয়। বুধবার (৪ নভেম্বর) লাঠিখেলার একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে হাতে আঘাত পান তিনি। তবে চিন্তিত হওয়ার কিছু নেই।

পরীমনির অসুস্থতার কারণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুটিং বন্ধ রেখেছেন পরিচালক। শনিবার (৬ নভেম্বর) ফের শুটিংয়ে যুক্ত হবেন পরীমনি।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।