ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

২৫ বছর পর ফের মুক্তি পাচ্ছে শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
২৫ বছর পর ফের মুক্তি পাচ্ছে শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’

করোনার প্রভাবে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আবারও খুলছে মুম্বাইয়ের বিখ্যাত প্রেক্ষাগৃহ মারাঠা মন্দির, যেখানে দীর্ঘ ২৫ বছর ধরে একটানা ১২৭৪ সপ্তাহ প্রদর্শিত হচ্ছে শাহরুখ-কাজল জুটির তুমুল জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। তবে এবার শুধু মারাঠা মন্দিরে নয়, ভারতসহ বিশ্বের বেশকিছু দেশে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস।

সম্প্রতি সুপারহিট ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটির মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে। এ নিয়ে ভক্তদের উচ্ছ্বাসও অনেক। নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসও এ উপলক্ষে করোনার মধ্যে কোনও আয়োজন করতে পারেনি। যে সিনেমা হলে টানা ১২৭৪ সপ্তাহ তথা ২৫ বছর সিনেমাটি দেখানো হচ্ছে তারাও বিশেষ কিছু করতে পারেনি। ২৫ বছরের ইতিহাসে এই প্রথম করোনা মহামারির কারণে প্রদর্শন বন্ধ রাখতে বাধ্য হয়েছে মারাঠা মন্দির প্রেক্ষাগৃহ। তবে এবার যশ রাজ ফিল্মসের ঘোষণা শাহরুখ-কাজলের ভক্তদের বেশ আনন্দই দেবে।

ভারতসহ আন্তর্জাতিক অঙ্গনে আবার মুক্তি পাচ্ছে ‘ডিডিএলজে’। যশ রাজ ফিল্মস জানায়, ভারতের বাইরে জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, নরওয়ে, সুইডেন, স্পেন, সুইজারল্যান্ড, এস্তোনিয়া ও ফিনল্যান্ডে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।