ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শ্রদ্ধায় এন্ড্রু কিশোরের গান কণ্ঠে তুললেন মোমিন বিশ্বাস

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
শ্রদ্ধায় এন্ড্রু কিশোরের গান কণ্ঠে তুললেন মোমিন বিশ্বাস মোমিন বিশ্বাস ও এন্ড্রু কিশোর

জীবনের দীর্ঘ সময় ছায়ার মত এন্ড্রু কিশোরের পাশে থেকেছেন মোমিন বিশ্বাস। প্লেব্যাক সম্রাটকে গুরু হিসেবে নিজের মধ্যে লালন করেন এই গায়ক।

বুধবার (৪ নভেম্বর) ছিল এন্ড্রু কিশোরের জন্মদিন। এবারই প্রথম কিংবদন্তি এই শিল্পীকে ছাড়া পালিত হয়েছে তার জন্মদিন।  

বিশেষ এই দিনে প্রিয়শিল্পী ও গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমিন বিশ্বাসের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘আমার বাবার মুখে’ শিরোনামের বিখ্যাত গানটি। তার কণ্ঠে গানটি শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

এ প্রসঙ্গে মোমিন বিশ্বাস বলেন, ‘একজন এন্ড্রু কিশোরের (দাদা) কথা তো আর বলে শেষ করা যাবে না। দাদাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই ভালোবাসা আমৃত্যু চির সবুজ হয়ে থাকবে। আমার কণ্ঠে দাদার গানটি শ্রোতামহলে প্রশংসিত হচ্ছে জেনে আমি আনন্দিত। সবার প্রতি কৃতজ্ঞতা। দাদাকে সবার দোয়া-প্রার্থনায় রাখবেন। ’

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।