ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে ‘ফেলুদা ফেরত’র প্রথম ঝলক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
প্রকাশ্যে ‘ফেলুদা ফেরত’র প্রথম ঝলক প্রকাশ্যে ‘ফেলুদা ফেরত’র প্রথম ঝলক

ফেলুদা চরিত্র নিয়ে সৃজিত মুখার্জি বানালেন ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’। এর মাধ্যমে প্রখ্যাত চলচ্চিত্রকার-লেখক সত্যজিত রায়ের ফেলুদাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের নন্দিত এই নির্মাতা।

দর্শকের বহুল প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে সৃজিতের এই ‘ফেলুদা ফেরত’। এর মুক্তির অপেক্ষায় উদগ্রীব হয়ে আছেন ‘ফেলুদা’ প্রেমীরা।

আগামী ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটির ট্রেলার। তার আগে দর্শক আগ্রহে আনন্দ ছড়িয়েছে ‘ফেলুদা ফেরত’র ফার্স্টলুক পোস্টার বা প্রথম ঝলক।  

শনিবার (৭ নভেম্বর) আড্ডা টাইমসের তরফে ‘ফেলুদা ফেরত’র ফার্স্টলুক প্রকাশ্যে আসে। ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টারটি প্রকাশ করে লেখা হয়, ‘আপনাদের কম্বিনেশনটি বেশ ভালো। ’

সৃজিতে ‘ফেলুদা ফেরত’ সিরিজে ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। তোপসের ভূমিকায় নতুন মুখ কল্পন মিত্র। আর জটায়ু হিসেবে ধরা দেবেন ‘একেন বাবু’খ্যাত অনির্বাণ চক্রবর্তী।  

ফেলুদা সিরিজের ‘ছিন্নমস্তা’ এবং ‘যত কাণ্ড কাঠমন্ডুতে’ গল্প দু’টি অবলম্বনে তৈরি হয়েছে ‘ফেলুদা ফেরত’। সুরিন্দর ফিল্মসের ওয়েব প্ল্যাটফর্ম আড্ডা টাইমস-এ মুক্তি পাবে এই সিরিজ।

এর আগে ফেলুদার ভূমিকায় দেখা গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাকে। এবার নতুন ফেলুদা হলেন টোটা রায় চৌধুরী।

সৃজিত মুখার্জি জানান, ফেলুদা চরিত্রে জন্য টোটা রায় চৌধুরীকেই তার কাছে যথার্থ মনে হয়। তাই তাকে দিয়েই চরিত্রটি করিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।